শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৮

স্ট্রেংথ অব ম্যাটেরিয়ালস এর কমন কিছু প্রশ্নের উওর ?


পীড়ন(Stress) কি?

কোন কাঠামোর উপর বল প্রয়োগ করলে উহার অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলে যে প্রতিরোধী বলের সৃষ্টি হয় । সেই প্রতিরোধী বলকে পীড়ন বলে।
$$S = {P\over A}$$
S = পীডন; P = বল; A = ক্ষেত্রফল

স্ট্রাকচারাল মেকানিক্স এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ?

মোমেন্ট অব ইনারসিয়া কি?

কোন ক্ষেত্রের প্রতিটি ক্ষুদ্র ক্ষেত্রফল এবং নিদির্ষ্ট অক্ষ হইতে উহাদের দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে ঐ ক্ষেত্রের জড়তার ভ্রামক বা মোমেন্ট অব ইনার্শিয়া বলে।

এনভায়রনমেন্ট/জিওটেকনিক ইঞ্জিনিয়ারিং এর কিছু কমন প্রশ্ন ?

বেস পিরিয়ড কি ?
বীজ বপনের নিমিওে জমি তৈরীর জন্য প্রথম পানি প্রয়োগের দিন হতে শস্য কাটার পূর্বে শেষ পানি প্রয়োগের দিন পর্যন্ত সময়কে বেস পিরিয়ড বলে।

ডেল্টা কি ?
কোন শস্যের বীজ বপনে ব্যবহৃত পানি হতে আরম্ভ করে শস্যের পরিপক্কতা লাভের জন্য ব্যবহৃত মোট পানির গভীরতাকে ডেল্টা বলে।

সেচ পানির ডিউটি কি?
কেন শস্যের বীজ বপন হতে শস্য পরিপক্ক হওয়া পর্যন্ত সময়কে বিরামহীনভাবে প্রতি সেকেন্ডে এক ঘনমিটার পানি প্রয়োগ করে যত হেক্টর জমিতে ফসল উৎপাদন সম্ভব হয়, তত হেক্টর জমিকে একঘনমিটার/Sec পানির ডিউটি বলে।

রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮

বিওডি ও সিওডি কি এবং এর পার্থক্য কি?

বিওডি ও সিওডি কি?

COD or Chemical Oxygen Demand is the total measurement of all chemicals in the water that can be oxidized.

BOD or Biochemical Oxygen Demand is supposed to measure the amount of food (or organic carbons) that bacteria can oxidize.

বিওডি ও সিওডি এর মধ্যে পার্থক্য ?