শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৮

এনভায়রনমেন্ট/জিওটেকনিক ইঞ্জিনিয়ারিং এর কিছু কমন প্রশ্ন ?

বেস পিরিয়ড কি ?
বীজ বপনের নিমিওে জমি তৈরীর জন্য প্রথম পানি প্রয়োগের দিন হতে শস্য কাটার পূর্বে শেষ পানি প্রয়োগের দিন পর্যন্ত সময়কে বেস পিরিয়ড বলে।

ডেল্টা কি ?
কোন শস্যের বীজ বপনে ব্যবহৃত পানি হতে আরম্ভ করে শস্যের পরিপক্কতা লাভের জন্য ব্যবহৃত মোট পানির গভীরতাকে ডেল্টা বলে।

সেচ পানির ডিউটি কি?
কেন শস্যের বীজ বপন হতে শস্য পরিপক্ক হওয়া পর্যন্ত সময়কে বিরামহীনভাবে প্রতি সেকেন্ডে এক ঘনমিটার পানি প্রয়োগ করে যত হেক্টর জমিতে ফসল উৎপাদন সম্ভব হয়, তত হেক্টর জমিকে একঘনমিটার/Sec পানির ডিউটি বলে।

0 মন্তব্যগুলো:

একটি মন্তব্য পোস্ট করুন