বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯

শেয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট এর খুটিনাটি

বীম কি? কত প্রকার ও কি কি?
বীমঃ যে সকল কাঠামো দৈর্ঘ্যের আনুভূমিক  ভাবে অবস্থান করে উলম্ব লোড বহন করে , তাকে বীম বলে। এটি শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট বহন করে। যার অক্ষীয় লোড অতি নগন্য।

শিয়ার ফোর্সঃ বীমের যে কোন সেকশনের ডানে অথবা বামে সকল উলম্ব বলের বীজগাণিতিক যোগফলকে শিয়ার ফোর্স বলে।

বেন্ডিং মোমেন্টঃ বীমের যে কোন সেকশনের ডানে অথবা বামে সকল উলম্ব বলের মোমেন্টের  বীজগাণিতিক যোগফলকে বেন্ডিং মোমেন্ট বলে।

শিয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্টঃ
  • শিয়ার ফোর্স ডায়াগ্রাম সরল রেখা অথবা পরিবর্তনশীল বক্ররেখা দ্বারা গঠিত হয়।
  • সাধারণতঃ ধনাত্বক শিয়ারফোর্স রেফারেন্স লাইনের উপরের দিকে এবং ঋণাত্বক শিয়ার ফোর্স রেফারেন্স লাইনের নীচের দিকে অবস্থান করে।
  • শিয়ার ফোর্স ডায়াগ্রামের আনুভূমিক রেখা বীমের উপর লোডশূন্য অবস্থার নির্দেশ করে।
  • শিয়ার ফোর্স ডায়াগ্রামের উলম্ব রেখা এবং রেখার মান যথাক্রমে কেন্দ্রীভূত লোডের পরিমান নির্দেশ করে।
  • শিয়ার ফোর্স ডায়াগ্রামের বক্ররেখা বীমের উপর পরিবর্তনশীল লোড নির্দেশ করে।
বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বেশিষ্ট্যঃ
  • বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে সরল রেখা অথবা মসৃণ বাঁক (বক্ররেখা) দ্বারা গঠিত হইবে।
  • বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের হেলানো সরলরেখা বীমের উপর লোড শূন্য অবস্থার নিদের্শ করে।
  • বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের মসৃণ বক্ররেখা বীমের উপর সমভাবে বিস্তৃত লোডের নির্দেশ করে।
  • বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের উলম্ব রেখা ও রেখার মান বীমের উপর বিশুদ্ধ মোমেন্ট বা যুগলের প্রয়োগ বিন্দু ও পরিমাণ নির্দেশ করে।
  • সাধারণ ভাবে স্থাপিত বীমের উভয় প্রান্তে এবং ক্যান্টিলিভার বীমের মুক্ত প্রান্তে বেন্ডিং মোমেন্টের মান শূন্য হইবে।
বিপদজনক সেকশনঃ যে স্থানে শিয়ার ফোর্স এর মান শুন্য হয় বা শিয়ার ফোর্সর চিহৃ এর পরিবর্তন হয় তাহাকে বিপদজনক সেকশন বলে।

ইনফ্লেকশন বিন্দুঃ  যে স্থানে বেন্ডিং মোমেন্ট এর মান শূন্য হয় বা বেন্ডিং মোমেন্ট চিহৃ এ পরিবর্তন হয় তাহাকে ইনফ্লেকশন বিন্দু বলে।

0 মন্তব্যগুলো:

একটি মন্তব্য পোস্ট করুন