শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯

জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯


জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) কর্তৃক সহকারী প্রকোশলী পদে ৪৪ টি এবং উপ-সহকারী প্রকৌশলী পদে ২০ টি বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে।

আবেদন ফিঃ ৫০০ টাকা
আবেদন জমার শেষদিনঃ ২৬/১২/২০১৯
আবেদন করুন >> http://jgtdsl.teletalk.com.bd/home.php
চাকুরীর বিজ্ঞপ্তি>>  http://jgtdsl.teletalk.com.bd/doc/Advertisement_JGTDSL.pdf

শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯



বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সহকারী প্রকৌশলী (পুর) ০২ টি উপ-সহকারী প্রকৌশলী (পুর) ০২ শূন্য পদে নিয়োগের নিমিত্ত বর্ণিত শর্তাধীন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

আবেদনের শেষ তারিখঃ ১৯/১২/২০১৯
আবেদনের ফি ঃ ৩২০ টাকা
আবেদনের করুণ >> http://jobsbiwta.gov.bd/website/
চাকুরীর বিজ্ঞপ্তি >> http://biwta.portal.gov.bd/sites/default/files/files/biwta.portal.gov.bd/page/26fc265f_0f5f_4193_8f25_01328a85a0cc/b5f0763ab41395c9c7cf0960b599abc6.pdf

বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯


বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সরকারী আদেশ অনুযায়ী প্রচলিত বেতন স্কেল ও ভাতাদিতে রাজস্বখাতভুক্ত উপসহকারী প্রকৌশলী পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও প্যানেল তৈরির লক্ষে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

আবেদনের শেষ তারিখঃ ৩১/১২/২০১৯
আবেদনের ফি ঃ ৬০০ টাকা
আবেদনের করুণ >> http://bpdb.teletalk.com.bd/home.php
চাকুরীর বিজ্ঞপ্তি >> http://bpdb.teletalk.com.bd/doc/Advertisement_BPDB.pdf

শেয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট এর খুটিনাটি

বীম কি? কত প্রকার ও কি কি?
বীমঃ যে সকল কাঠামো দৈর্ঘ্যের আনুভূমিক  ভাবে অবস্থান করে উলম্ব লোড বহন করে , তাকে বীম বলে। এটি শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট বহন করে। যার অক্ষীয় লোড অতি নগন্য।

শিয়ার ফোর্সঃ বীমের যে কোন সেকশনের ডানে অথবা বামে সকল উলম্ব বলের বীজগাণিতিক যোগফলকে শিয়ার ফোর্স বলে।

বেন্ডিং মোমেন্টঃ বীমের যে কোন সেকশনের ডানে অথবা বামে সকল উলম্ব বলের মোমেন্টের  বীজগাণিতিক যোগফলকে বেন্ডিং মোমেন্ট বলে।

শিয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্টঃ
  • শিয়ার ফোর্স ডায়াগ্রাম সরল রেখা অথবা পরিবর্তনশীল বক্ররেখা দ্বারা গঠিত হয়।
  • সাধারণতঃ ধনাত্বক শিয়ারফোর্স রেফারেন্স লাইনের উপরের দিকে এবং ঋণাত্বক শিয়ার ফোর্স রেফারেন্স লাইনের নীচের দিকে অবস্থান করে।
  • শিয়ার ফোর্স ডায়াগ্রামের আনুভূমিক রেখা বীমের উপর লোডশূন্য অবস্থার নির্দেশ করে।
  • শিয়ার ফোর্স ডায়াগ্রামের উলম্ব রেখা এবং রেখার মান যথাক্রমে কেন্দ্রীভূত লোডের পরিমান নির্দেশ করে।
  • শিয়ার ফোর্স ডায়াগ্রামের বক্ররেখা বীমের উপর পরিবর্তনশীল লোড নির্দেশ করে।
বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বেশিষ্ট্যঃ
  • বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে সরল রেখা অথবা মসৃণ বাঁক (বক্ররেখা) দ্বারা গঠিত হইবে।
  • বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের হেলানো সরলরেখা বীমের উপর লোড শূন্য অবস্থার নিদের্শ করে।
  • বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের মসৃণ বক্ররেখা বীমের উপর সমভাবে বিস্তৃত লোডের নির্দেশ করে।
  • বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের উলম্ব রেখা ও রেখার মান বীমের উপর বিশুদ্ধ মোমেন্ট বা যুগলের প্রয়োগ বিন্দু ও পরিমাণ নির্দেশ করে।
  • সাধারণ ভাবে স্থাপিত বীমের উভয় প্রান্তে এবং ক্যান্টিলিভার বীমের মুক্ত প্রান্তে বেন্ডিং মোমেন্টের মান শূন্য হইবে।
বিপদজনক সেকশনঃ যে স্থানে শিয়ার ফোর্স এর মান শুন্য হয় বা শিয়ার ফোর্সর চিহৃ এর পরিবর্তন হয় তাহাকে বিপদজনক সেকশন বলে।

ইনফ্লেকশন বিন্দুঃ  যে স্থানে বেন্ডিং মোমেন্ট এর মান শূন্য হয় বা বেন্ডিং মোমেন্ট চিহৃ এ পরিবর্তন হয় তাহাকে ইনফ্লেকশন বিন্দু বলে।

মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯

বাংলাদেশ পর্যটন করপোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯


বাংলাদেশ পর্যটন করপোরেশনে সহকারী প্রকৌশলী (সিভিল) ২টি পদে এবং উপসহকারী প্রকৌশলী (সিভিল) ৪ টি শূন্য পদে নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

আবেদনের শেষ তারিখঃ ২২/১২/২০১৯
আবেদনের ফি ঃ ৫৬০ টাকা
আবেদনের করুণ >> http://parjatan.teletalk.com.bd/
চাকুরীর বিজ্ঞপ্তি >> http://parjatan.teletalk.com.bd/doc/PARJATAN.pdf

সোমবার, ১১ নভেম্বর, ২০১৯

ইলেক্ট্রিসিটি জেনারেশন কম্পানী বাংলাদেশ চাকুরীর নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯


ইলেক্ট্রিসিটি জেনারেশন কম্পানী বাংলাদেশ (ইজিসিবি) লিমিটেড (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান) এর অধীনে সহকারী প্রকৌশলী ৮টি পদ এবং উপ-সহকারী প্রকৌশলী ১৯টি পদে চুক্তি ভিত্তিক নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট অনলাইনে দরখাস্ত আহবাদ করা হয়েছে।

আবেদনের শেষ তারিখঃ ২৫/১১/২০১৯
আবেদনের ফি ঃ ১০০০ টাকা
আবেদনের করুণ >> http://egcb.teletalk.com.bd/
চাকুরীর বিজ্ঞপ্তি >> http://egcb.teletalk.com.bd/pdf/597262541circular.pdf

মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাকুরীর নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯


বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এ -সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (পুর)/প্রাক্কনিক পদে ৮৫টি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে পুরকৌশর বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রী। তবে শর্ত থাকে যে, শিক্ষা জীবনের কোন স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং এমএস  ওয়ার্ড ও Excel সহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা।

বিজ্ঞপ্তির বিস্তারিত >> https://rms.bwdb.gov.bd/orms/files/113.pdf
আবেদনের করতে পারবেন এই লিংক এ>> https://rms.bwdb.gov.bd/orms/